বকশীগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পেছানোর দাবি , নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে নির্বাচন কমিশন সদস্য আবদুস সাত্তার।
তিনি রোববার নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
নির্বাচন নিয়ে বিভিন্ন ত্রুটি ও নয়টি অনিয়মের অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বরাবার তিনি পদত্যাগ পত্র জমা দেন।
একই সঙ্গে ভোটার হালনাগাদ করা ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে নতুন নির্বাচনের দিন ধার্য্যের দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ পত্র হাতে পেয়েছি এবং নির্বাচন বন্ধের জন্য নির্বাচন সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
উল্লেখ্য আগামি ১৮ ডিসেম্বর বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। এরই মধ্যে অনিয়ম আপত্তির অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে।