কিশোরগঞ্জে হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী’র জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মশিউর রহমান খান, কটিয়াদীর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।