মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে বিদ্যুৎ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সোমবার উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম,এ হারেছ, মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি,জি,এম বিজয় কৃষ্ণ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রসুল, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, ওসি মাজেদুর রহমান ও পল্লী বিদ্যুতের প্রকৌশলী তাজ উদ্দিন আল মাসুদ প্রমুখ।