ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের স্কেল আপগ্রেডেশন, বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোণা, টাঙ্গাইল, শেরপুর এবং জামালপুর জেলার সরকারী কলেজগুলোতে ১৯ সেপ্টেম্বর, শনিবার শিক্ষকেরা স্বতস্ফুতভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ, শহীদ স্মৃতি সরকারী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), এবং কমার্শিয়াল ইন্সটিটিউটের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সমন্বয় কমিটির ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোঃ আমির হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মোঃ ইদ্রিস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সাংগঠনিক সচিব মোহাম্মদ আতিকুর রহমান। তারা সকলেই উপরোক্ত দাবীসমূহ মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।