ইউএনও এর প্রশংসনীয় উদ্যোগ ভিক্ষুক এখন ব্যাবসায়ী

নিজস্ব সংবাদদাতা ঃ ভিক্ষা ছেড়ে দিব কর্ম একটা বেছে নিব, পিতা মাতার বরন পোষন সন্তান নিব । এই শ্লোগানকে সামনে রেখে ভিক্ষুক মূক্ত ভালুকা ঘোষনার লক্ষে ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচীর আওতায়,ভিক্ষা থেকে ব্যাবসা । সোমবার বিকালে গোয়ারী নন্দীবাড়ি বাজারে রফিকুল ইসলাম নামে এক ভিক্ষুককে একটি মুদি দোকান ও ২২ হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয় বিরুনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ওই দোকান ও নগদ টাকা প্রদান করেন ।