তারাকান্দার কালিখা গ্রামে দুরবৃত্তের হাতে একজন খুন
তারাকান্দা প্রতিনিধি ঃ তারাকান্দা উপজেলার কালিখা গ্রামের সাবের আলী মড়লের পুত্র ছাইদুল মড়ল (বকুল মড়ল) (৩৫) দুরবৃত্তদের হাতে হয়েছে। জানা যায় গতকাল ৮ জানুয়ারী (শুক্রবার) আনুমানিক রাত ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ছাইদুল মড়ল। এ সময় স্থানীয় লোকজন তারাকান্দা থানা পুলিশকে খবর দেয়। তারাকান্দা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে তারাকান্দা থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।